Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

 

উপজেলা কৃষি অফিসের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ইউনিয়ন কৃষি অফিস। ইউনিয়ন কৃষি অফিসের ভূমিকা হচ্ছে একটি যথাযথ কৃষি সম্প্রসারণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে  ইউনিয়ন এর কৃষকদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও কৃষক পর্যায়ে চাহিদা ভিত্তিক সেবার মান নিশ্চিত করে।

সম্প্রসারণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ছনহরা ইউনিয়ন কৃষি অফিসের আওতাধীন কর্ম এলাকাকে 2টি ব্লকে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ব্লকের সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি অফিসার তার ব্লকে দৈনন্দিন সম্প্রসারণ সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত। এছাড়া কৃষকেরা যেন তাদের সমস্যা চিহ্নিত করতে পারেন সে ব্যাপারে সাহায্য করা, স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সম্প্রসারণ কর্মকান্ড বাস্তবায়ন করা এবং অন্যান্য সম্প্রসারণ সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহণে কৃষকদের সহায়তা প্রদান উপ সহকারী কৃষি অফিসারগণের দায়িত্ব।

ছনহরা ইউনিয়ন  এর  উপসহকারী কৃষি কর্মকর্তার নামঃ

১) লোকমানুল হক

২) রমা দত্ত